প্রশ্ন:বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি-

উত্তর:মাইকেল মধূসুদন দত্ত।

প্রশ্ন:ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা-

উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন:রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা যে ছন্দে রচিত-

উত্তর:মাত্রাবৃত্ত।

প্রশ্ন:বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয়-

উত্তর:বিহারিলাল চক্রবর্তীকে।

প্রশ্ন:শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প-

উত্তর:মন্দির।

প্রশ্ন:ইঁদুর ছোট গল্পটির রচয়িতা-

উত্তর:সোমেন চন্দ।

প্রশ্ন:অক্টোপাস উপন্যাসের রচয়িতা-

উত্তর:শামসুর রাহমান।

প্রশ্ন:আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, গানটির প্রথম সুরকার-

উত্তর:আবদুল লতিফ।

প্রশ্ন:বিভূতিভূষণ রচিত প্রথম উপন্যাস পথের পাঁচালী প্রকাশিত হয়-

উত্তর:১৯২৯ সালে।

প্রশ্ন:রক্তাক্ত প্রান্তর নাটকটির পটভূমি-

উত্তর:পানিপথের তৃতীয় যুদ্ধ।

প্রশ্ন:নিরালোকের দিব্যরথ কাব্যগ্রন্থটির রচয়িতা-

উত্তর:শামসুর রাহমান।

প্রশ্ন:বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে- উদ্ৃব্দতির রচয়িতা-

উত্তর:সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।

প্রশ্ন:মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন-

উত্তর:২৫ জানুয়ারি ১৮২৪।

প্রশ্ন:সংশপ্তক উপন্যাস রচনা করেন-

উত্তর:শহীদুল্লা কায়সার।

প্রশ্ন:আঠারো বছর বয়স কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে-

উত্তর:ছাড়পত্র।

প্রশ্ন:আলাওলের তোহফা যে ধরনের কাব্য-

উত্তর:নীতিকাব্য।

প্রশ্ন:বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার প্রাচীনতম ধারা- উত্তর :মনসামঙ্গল।

প্রশ্ন:মধ্যযুগের শেষ কবি-

উত্তর:ভারতচন্দ্র রায়গুণাকর।

প্রশ্ন:বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ-

উত্তর:কৃপার শাস্ত্রের অর্থভেদ।

প্রশ্ন:শিখা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-

উত্তর:আবুল হুসেন।

প্রশ্ন:ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-

উত্তর :১৮০১ সালে।

সূত্র :বাংলা উইকিপিডিয়া
প্রশ্ন:বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি- উত্তর:মাইকেল মধূসুদন দত্ত। প্রশ্ন:ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা- উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন:রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা যে ছন্দে রচিত- উত্তর:মাত্রাবৃত্ত। প্রশ্ন:বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয়- উত্তর:বিহারিলাল চক্রবর্তীকে। প্রশ্ন:শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প- উত্তর:মন্দির। প্রশ্ন:ইঁদুর ছোট গল্পটির রচয়িতা- উত্তর:সোমেন চন্দ। প্রশ্ন:অক্টোপাস উপন্যাসের রচয়িতা- উত্তর:শামসুর রাহমান। প্রশ্ন:আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, গানটির প্রথম সুরকার- উত্তর:আবদুল লতিফ। প্রশ্ন:বিভূতিভূষণ রচিত প্রথম উপন্যাস পথের পাঁচালী প্রকাশিত হয়- উত্তর:১৯২৯ সালে। প্রশ্ন:রক্তাক্ত প্রান্তর নাটকটির পটভূমি- উত্তর:পানিপথের তৃতীয় যুদ্ধ। প্রশ্ন:নিরালোকের দিব্যরথ কাব্যগ্রন্থটির রচয়িতা- উত্তর:শামসুর রাহমান। প্রশ্ন:বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে- উদ্ৃব্দতির রচয়িতা- উত্তর:সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন:মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন- উত্তর:২৫ জানুয়ারি ১৮২৪। প্রশ্ন:সংশপ্তক উপন্যাস রচনা করেন- উত্তর:শহীদুল্লা কায়সার। প্রশ্ন:আঠারো বছর বয়স কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে- উত্তর:ছাড়পত্র। প্রশ্ন:আলাওলের তোহফা যে ধরনের কাব্য- উত্তর:নীতিকাব্য। প্রশ্ন:বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার প্রাচীনতম ধারা- উত্তর :মনসামঙ্গল। প্রশ্ন:মধ্যযুগের শেষ কবি- উত্তর:ভারতচন্দ্র রায়গুণাকর। প্রশ্ন:বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ- উত্তর:কৃপার শাস্ত্রের অর্থভেদ। প্রশ্ন:শিখা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন- উত্তর:আবুল হুসেন। প্রশ্ন:ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়- উত্তর :১৮০১ সালে। সূত্র :বাংলা উইকিপিডিয়া
0 Kommentare 0 Anteile 34184 Ansichten