শর্তাবলী
- ১। শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য হতে হবে।
- ২। শিক্ষক বাতায়নে নিজের তৈরি কমপক্ষে ২৫ টি কনটেন্ট থাকতে হবে।
- ৩। সেরা কনটেন্ট নির্মাতা/সেরা উদ্ভাবক/সেরা নেতৃত্ব (শিক্ষক বাতায়ন)
- ৪। মাল্টিমিডিয়া কনটেন্ট কম্পিটিশনে সেরা মডেল কনটেন্ট নির্মাতা
- ৫। মাস্টার ট্রেইনার অফ আইসিটি ইন এডুকেশন
- ৬। মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর
- ৭। মাল্টিমিডিয়া ক্লাসরুম সক্রিয়করণে বিশেষ ভুমিকা পালনকারী
- ৮। মুক্তপাঠ প্রত্যয়িত (মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি –MMCD ও বেসিক টিচার্স ট্রেনিং (BTT) কোর্স)
- ৯। বেসিক টিচার্স ট্রেনিং (BTT) কোর্স)- আইসিটি ২ প্রকল্প
- ১০। ধারাবাহিক মুল্যায়ন প্রশিক্ষণ- সেসিপ প্রকল্প
- ১১। পিটিআই তে অনুষ্ঠিত আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকরন (প্রাথমিক শিক্ষক)
বিশেষ দ্রষ্টব্যঃ
১| কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক একটি প্রতিষ্ঠান থেকে একজনের বেশি ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক মনোনয়ন দেয়ার সুযোগ নেই।
২| কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক, বাঙালি সংস্কৃতি বিরোধী কর্মকাণ্ড ও সরকারের নির্দেশনা অমান্য করা এবং যেকোন উদ্ভূত পরিস্থিতিতে বিতর্কিত হলে জেলা ICT4E অ্যাম্বাসেডরশিপ বাতিল বলে গণ্য করা হবে।
প্রাথমিক পর্যায়ের শিক্ষকগণ উপরিউক্ত যে মানদণ্ডে (কমপক্ষে ৪ টি মানদণ্ড- ১১নং মানদণ্ডসহ) নির্বাচিত হবেন তার প্রমাণপত্র-সহ উপজেলা শিক্ষা/জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সুপারিশ দাপ্তরিক পত্রের মাধ্যমে স্ক্যান কপি পাঠাতে teachersportal@a2i.gov.bd এই ঠিকানাই পাঠাতে হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি পর্যায়ের শিক্ষকগণ উপরিউক্ত যে মানদণ্ডে (কমপক্ষে ৪ টি মানদণ্ড) নির্বাচিত হবেন তার প্রমাণপত্র-সহ উপজেলা মাধ্যমিক/জেলা শিক্ষা অফিসের সুপারিশ দাপ্তরিক পত্রের মাধ্যমে স্ক্যান কপি teachersportal@a2i.gov.bd এই ঠিকানায় পাঠাতে হবে।
কার্যক্রম
শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার,গুণগত শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষায় উদ্ভাবনী সংস্কৃতির বিকাশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এটুআই এর যৌথ উদ্যোগে পরিচালিত ICT4E জেলা শিক্ষক ও অ্যাম্বাসেডরদের (মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি) জন্য খসড়া কর্ম পরিকল্পনা
ক্রমিক নং | প্রধান ক্ষেত্র | লক্ষ্য | কার্যক্রম (বিস্তারিত) |
---|---|---|---|
১ | এসডিজি-৪ (গুণগত শিক্ষা) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সমতাভিত্তিক গুণগত শিক্ষা, জীবনব্যাপী শিক্ষা | ১। প্রাসংগিক, কার্যকর ও ফলপ্রসু শিক্ষা নিশ্চিত করা |
|
২। মানসম্মত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অর্জন |
| ||
৩। উদ্যোক্তা তৈরিতে কারিগরি এবং বৃত্তিমূলক দক্ষতা অর্জন (আইসিটি দক্ষতা) |
| ||
৪। ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিশ্চিত করা |
| ||
৫। শিক্ষার্থীদের সাংস্কৃতিক চেতনার উন্নয়ন ও বৈশ্বিক নাগরিক তৈরি করনে জ্ঞান ও দক্ষতা প্রদান করা |
| ||
২ | তারুণ্যের শক্তি | ১। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি |
|
২। শিক্ষাক্রমের আলোকে দক্ষ, কর্মমূখী ও আত্মনির্ভরশীল সমাজ প্রতিষ্ঠায় গুণগত ভূমিকা পালন |
| ||
৩। প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই গঠন | ১। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি করা | ||
৪। নিয়মিত ভাবে কাউন্সেলিং এর ব্যবস্থা করা | ১। রুটিন মাফিক স্কুল কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত শিক্ষক ও শিক্ষিকা দ্বারা কাউন্সেলিং করা ও যথাযথ পদক্ষেপ গ্রহণ | ||
৫। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বিকাশ |
| ||
৬। শিক্ষার্থীদের নিয়মিত মনিটরিংয়ের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহন | কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত শিক্ষকগন এলাকা অনুযায়ী শিক্ষার্থীদের মনিটরিং এর জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। | ||
৭। বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধিকরণ |
| ||
৮। শিক্ষায় উদ্ভাবনী সংস্কৃতির বিকাশ |
| ||
৯। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপযোগী পরিবেশ সৃষ্টি ও পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা |
| ||
৩ | আমার গ্রাম আমার শহর | ১। শ্রেণী কার্যক্রমে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার |
|
২। মাল্টিমিডিয়া ক্লাসরুম নিশ্চিতকরণ |
| ||
৩। আইসিটি ও বিজ্ঞান ল্যাব এবং বাংলা বানান ক্লাব ও ইংরেজি ভাষা শিক্ষা ক্লাব প্রতিষ্ঠা ও কার্যকর |
| ||
৪। গনিত ক্লাব |
| ||
৪ | সরকারের ইশতেহার | ১। শিক্ষার্থীদের মাঝে জ্ঞান অনুসন্ধিৎসা বৃদ্ধি | ১। শিক্ষার্থীদের নিয়ে বই পড়ার প্রতিযোগিতা আয়োজন ও বিজয়ী শিক্ষার্থীদের |
২। ভাষা জ্ঞান ও গণিত জ্ঞান এর উপর শিক্ষকদের জন্য প্রশিক্ষণ (ইন-হাউজ) আয়োজন |
|