ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ । আয়োজনে নরসিংদী সদর উপজেলা:
শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান (ক্যাটাগরিতে) “পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়১ম স্থান অর্জন করেছে।

আমাদের প্রজেক্ট ছিল ২ টিঃ

১। ইননোভেটিভ স্কুল ম্যানেজম্যান্ট সিস্টেম

স্কুল ব্যবস্থাপনা আধুনিক এবং ঝামেলাহীন করতে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের কোন বিকল্প নাই। স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করার উল্লেখযোগ্য সুবিধা সমূহ:

★ সহজে ছাত্রছাত্রীদের একাডেমিক যাবতীয় তথ্য সংরক্ষণ, রিপোর্ট এবং আইডিকার্ড
★ অনলাইন ভর্তি
★ ছাত্রছাত্রীদের ফি/বেতন কালেকশন (কাউন্টার/অনলাইন) ও হিসাব সংরক্ষণ
★ সহজে টেবুলেশন শিট/রেজাল্ট প্রসেস করা (গ্রেডিং পয়েন্ট সহ) এবং ছাত্রছাত্রীদের রেজাল্ট কার্ড/প্রগ্রেস রিপোর্ট প্রদান।
★ প্রত্যেক শিক্ষক, শিক্ষার্থী, স্টাফ, অভিবাবক, লাইব্রেরিয়ান, হিসাবরক্ষক এর জন্য আলাদা ডায়ানামিক ডেসবোর্ড
★ স্কুলের আয় ও ব্যায়ের হিসাব রাখা
★ প্রতিদিনের এটেনডেন্স রেকর্ড রাখা
★ ছাত্রছাত্রীদের অনলাইনে লেসন প্ল্যান/এসাইনমেন্ট/ বাড়ীর কাজ প্রদান
★ টিচার ও স্টাফদের বেতন প্রসেস করা ও হিসাব রাখা
★ সহজে ছাত্রছাত্রীদের এসএমএস মাধ্যমে প্রয়োজনীয় নোটিশ জানানো এবং গার্ডিয়ানকে এসএমএস দেয়ার সুবিধা
★ অনলাইনে ক্লাস নেয়া
★ অনলাইন এক্সাম নেয়ার সুবিধা
★ স্কুল পরিবহন / গ্রন্থাগার / হোস্টেল ম্যানেজমেন্ট
আরও অসংখ্য ফিচার্স সমৃদ্ধ আমাদের এই ইননোভেটিভ স্কুল ম্যানেজম্যান্ট সিস্টেম ।

ওয়েবসাইট লিংকঃ https://sirkgschool.com/
বিশ্বে এই প্রথম, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সেক্টরের সকলকে নিয়ে বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্ম। রেজিস্ট্রেশন করে যে সকল সুবিধা পাবেন:

★ করতে পারবেন শিক্ষামূলক যেকোন পোস্ট।
★ আপনার শিক্ষামূলক লেখা, ছবি, পিডিএফ, অডিও, ভিডিও প্রচার করতে পারবেন।
★ লাইক, কমেন্ট, শেয়ার, চ্যাট সহ আরও অনেক কিছু।
★ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামে প্রাইভেট ভেরিফাইড পেইজ খুলে স্কুলের নোটিশ, ইভেন্ট, ভিডিও সহ যে কোন তথ্য শিক্ষার্থীদের উদ্দেশে প্রচার করতে পারবেন ওয়েবসাইটের বিকল্প হিসেবে তাও আবার বিনামূল্যে ।

ওয়েবসাইট লিংকঃ https://linkheed.com/