আদ্য-অ ধ্বনি উচ্চারণের উদাহরণ সহ ৫ টি নিয়ম

0
28K

আদ্য-অ ধ্বনি উচ্চারণের উদাহরণ সহ ৫ টি নিয়ম

শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণ রীতি বলে। ভাষাতত্ত্ববিদ ও ব্যাকরণবিদগণ বাংলা ভাষার প্রতিটি শব্দের যথাযথ সঠিক উচ্চারণ এর জন্য কতগুলো নিয়ম বা সূত্র প্রণয়ন করেছেন এই নিয়ম সূত্রের সমষ্টিকে বলা হয় বাংলা উচ্চারণের নিয়ম বা বাংলা ভাষার উচ্চারণরীতি।

 

আদ্য-অ ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম

আদ্য-অ ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম নিচে দেওয়া হলোঃ

 

১। শব্দের আদিতে যদি 'অ' থাকে এবং তারপরে 'ই'-কার, 'উ'-কার, থাকে তবে সে- 'অ' এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ অভিধান (ওভিধান), অভিযান (ওভিজান), অতি (ওতি), মতি (মোতি), অতীত (ওতিত্), অধীন (অধীন্‌) ইত্যাদি।

 

২। শব্দের আদ্য-'অ' এর পরে 'য'-ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে 'অ'-এর উচ্চারণ প্রায়শ 'ও'-কারের মতো হয়। যেমনঃ অদ্য (ওদ্‌দো), অন্য (ওন্‌নো), অত্যাচার (ওত্‌তাচার), কন্যা (কোন্‌না), বন্যা (বোন্‌না) ইত্যাদি।

 

৩। শব্দের আদ্য-'অ' এর পর 'ক্ষ', 'জ্ঞ', থাকলে, সে 'অ'পের উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়ে থাকে। যথাঃ অক্ষ (ওক্‌খো), দক্ষ (দোক্‌খো), যক্ষ (জোক্‌খো), লক্ষণ (লোক্‌খোন্‌), যজ্ঞ (জোগ্‌গোঁ), লক্ষ (লোক্‌খো), রক্ষা (রোক্‌খা) ইত্যাদি।

 

৪। শব্দের প্রথমে যদি 'অ' থাকে এবং তারপর 'ঋ'-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলেও, সেই 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ মসৃণ (মোসৃন্‌), বক্তৃতা (বোক্তৃতা), যকৃত (জোকৃত্‌)।

 

৫। শব্দের প্রথমে 'অ' যুক্ত 'র'-ফলা থাকলে সেক্ষেত্রেও আদ্য 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কার হয়ে থাকে। যথাঃ ক্রম (ক্রোম), গ্রহ (গ্রোহো), গ্রন্থ (গ্রোন্‌থো), ব্রত (ব্রোতো) ইত্যাদি।

Zoeken
Categorieën
Read More
Other
The Allure of Rolex Replica Watches
The term Rolex replica watches evokes a sense of luxury, sophistication, and exclusivity. These...
By YSEN YSENt 2025-02-17 03:56:23 0 2K
Other
Understanding the Role of Firewalls in Modern Cybersecurity: A Guide for Businesses
In today's digital landscape, the importance of robust cybersecurity measures cannot be...
By Keith Hughes 2025-02-14 21:38:10 0 2K
Networking
스포츠 베팅: 재미와 위험의 세계
스포츠 베팅은 전 세계적으로 인기 있는 오락 활동으로, 팬들이 자신의 팀과 선수에 대한 이해도를 테스트하며 수익을 창출할 수 있는 기회를 제공합니다. 그러나 스포츠 베팅에는...
By Casinouden Rofus 2025-04-29 12:29:11 0 883
Other
Preventing Accidents and Injuries: A Guide to Safe Resin Printing
When it comes to it, there are many different viewpoints and approaches to consider, each...
By Jill Brown 2024-06-25 15:45:28 0 3K
Other
Exploring the Evolution of Button Knives and their Popularity in Collectible Circles
What do you know about button knife for sale. Button knives, also known as switchblades, have...
By Maxine Santiago 2024-06-26 19:15:00 0 3K
Linkheed https://linkheed.com