HSC Flow Chart Writing Easy Rules

0
5Кб

HSC Flow Chart Writing Easy Rules

 

 

উচ্চ মাধ্যমিকের বেশকিছু শিক্ষার্থীদের কোচিং ক্লাস নেয়ার সুবাদে জানতে পেরেছি Flow Chart লেখার ক্ষেত্রে তাদের দুর্বলতার কথা। প্রায় অনেক শিক্ষার্থীই আছে, যারা পরীক্ষায় পাশ করার জন্য Flow Chart টপিকটি মুখস্থ করে পড়ে।

অথচ, সত্যিকার অর্থে ইংরেজি মুখস্থ করার মতো কোনো বিষয় না। বেশ কিছু কৌশলের মাধ্যমে ইংরেজীকে আয়ত্ত করতে হয়। তাই আজ আমি মুখস্থ করার পরিবর্তে Flow Chart লেখার সহজ কিছু নিয়ম তোমাদের কাছে তুলে ধরবো, যা অনুসরণ করলে কোন প্রকার মুখস্থ ছাড়াই তুমি এই টপিকে বেশ ভালো করে উত্তর দিতে পারবে


HSC Flow Chart Writing Easy Rules

Flow Chart লেখার সময় বেসিক কিছু নিয়ম অনুসরণ করো। এর ফলে Flow Chart লেখা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন:

১. প্রথমেই একটি টাইটেল বা শিরোনাম দাও: Flow Chart লেখার শুরুতেই একটি টাইটেল বা শিরোনাম দাও। তোমার দেয়া টাইটেল বা শিরোনামটি হবে প্রশ্নের ওপর ভিত্তি করে। টাইটেলটি খুব বেশি বড় না করে সংক্ষিপ্ত করার চেষ্টা করো

২. ছয়টি আয়তক্ষেত্র তৈরি করো: তোমার লেখার জন্য ৬ টি আয়তক্ষেত্র বক্স তৈরি করো। বক্সগুলোর আকৃতি যেন খুব বেশি বড় আবার খুব বেশি ছোট না হয়। তোমার লেখা যেন এর মধ্যে খুব সুন্দর ভাবে ধরে, সেই পরিমাণ জায়গা নিয়ে ৬ টি বক্স তৈরি করো

উল্লেখ্য, প্রশ্নেই তোমার জন্য একটি বক্স দেয়া থাকবে। সেই বক্সের লেখাসহ সর্বমোট ৬ টি বক্স তৈরি করবে

৩. বক্সগুলোর ধারাবাহিকতা ঠিক করো: বক্সগুলো একসাথে horizontal আবার vertical ও হতে পারে। যে কোন একটি স্টাইল নির্বাচন করো। তবে vertical স্টাইলটিই বেছে নেয়া উত্তম

৪. তীর চিহ্ন ব্যবহার করো: প্রতিটি বক্সের মধ্যে নির্দেশনামূলক তীর চিহ্ন () ব্যবহার করো

৫. সংখ্যা ব্যবহার করো: প্রতিটি বক্সের মধ্যে ধারাবাহিক সংখ্যা (১,,৩) ব্যবহার করো

৬. বড় হাতের অক্ষর দিয়ে শুরু করো: প্রতিটি বক্সের মধ্যে লেখা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করো

৭. ধারাবহিকতা বজায় রাখো: প্যাসেজ থেকে লেখার সময় ধারাবহিকতা বজায় রাখার চেষ্টা করো। অর্থাৎ, প্রথম থেকে লিখতে লিখতে শেষের দিকে যাও। কখনোই এলোমেলোভাবে লিখবে না

৮. বিরামচিহ্ন বর্জন করো: প্রতিটি লেখা শেষে কোন প্রকার বিরাম চিহ্ন বা punctuation ব্যবহার থেকে বিরত থাকো
এবার চলো, এই নিয়মগুলো অনুসরণ করে নিচের প্রশ্নটির সমাধান খুঁজে বের করি

Read the following text and make a flow-chart showing the specialties of Gazi Pir (One is done for you)

According to some myths and legends, Gazi Pir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. He was credited with many miracles. For example, he could supposedly calm dangerous animals and make them docile. He is usually depicted in paats or scroll paintings riding a fierce-looking Bengal tiger, a snake in his hand, but in no apparent danger. According to some stories, he also fought crocodiles who threatened the people of a region full of canals and creeks, indeed, a kind of watery jungle bordering the Bay of Bengal. Because of his alert and vigilant presence, all predatory animals were said to have been kept within bounds. It was also believed that he enabled villagers to live close to forests and jungles and cultivate their lands. Consequently, people of these regions would pray to him for protection. The story of Gazi Pir has been preserved in folk literature as well as art and has been performed in indigenous theatre. In fact, some Gazipaat scrolls are part of the collection of the British Museum.

Поиск
Категории
Больше
Другое
The Future of Mobile Payments: Trends to Watch in 2024 and Beyond
As we move deeper into the digital age, mobile payments are becoming an integral part of our...
От Catherine Luckenbach 2025-01-21 17:57:14 0 2Кб
Literature
Signal 在中国的版本:在隐私与审查之间的挑战
近年来,Signal...
От Casinouden Rofus 2025-04-16 11:40:36 0 920
Literature
Top Campsites Near You Worth Exploring
Camping is more than a weekend getaway—it's a way to reconnect with nature, unwind from...
От Talha Ali541 2025-05-06 13:51:16 0 832
Другое
The Benefits of Using Ceramic Fiber Modules in High-Temperature Applications
Ceramic fiber modules are increasingly recognized for their exceptional performance in...
От Daniel Weston 2025-02-14 16:13:32 0 1Кб
Другое
Unlock the Secrets: Discover the Must-Have Features of the Perfect Call Center Headset!
Unlock the Secrets: Discover the Must-Have Features of the Perfect Call Center Headset!...
От Christopher Freeman 2025-03-20 05:27:32 0 1Кб
Linkheed https://linkheed.com