• Padma Bridge Paragraph
    The Padma Multipurpose Bridge is the longest bridge in Bangladesh. On June 25, 2022, Prime Minister Sheikh Hasina inaugurated the country’s largest infrastructure. The bridge constructed with concrete and steel. This dream Padma Bridge is the biggest project implemented by Bangladesh without any foreign aid.

    The length of the main bridge is 6.15 km and the width is 16.10 m. The bridge connecting Mawa in Munshiganj district to Jajira in Shariatpur district has two layers. It has a four-lane road at the top and a railway at the bottom. The Padma Bridge will be used for rail, gas, power lines and fiber optic cable expansion in the future.

    Built at a cost of over Tk 30,000 crore, the bridge is making a significant contribution to the social, economic and industrial development of the southern part of Bangladesh. The bridge is playing an important role not only in the country but also in the regional connectivity of Asia and Southeast Asia.

    পদ্মা বহুমুখী সেতু (বাংলা অনুবাদ)
    পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু। ২৫ জুন, ২০২২ এ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বৃহত্তম এ অবকাঠামো উদ্বোধন করেন। সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত। স্বপ্নের এই পদ্মা সেতু কোনো বৈদেশিক সাহায্য ছাড়াই বাংলাদেশের বাস্তবায়িত সবচেয়ে বড় প্রকল্প।


    মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১০.১০ মিটার। মুন্সীগঞ্জ জেলার মাওয়া থেকে শরীয়তপুর জেলার জাজিরা সংযোগকারী সেতুটির দুটি স্তর (তলা) রয়েছে। এর উপরের দিকে একটি চার লেনের রাস্তা এবং নীচে একটি রেলপথ রয়েছে। পদ্মা সেতু ভবিষ্যতে রেল, গ্যাস, পাওয়ার লাইন এবং ফাইবার অপটিক কেবল সম্প্রসারণে ব্যবহার করা হবে।

    ৩০,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত সেতুটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সেতুটি শুধু দেশেই নয়, এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    গুরুত্বপূর্ণ শব্দগুলোর বাংলা অর্থ
    Multipurpose – বহুমুখী; longest – দীর্ঘতম; Prime Minister – প্রধানমন্ত্রী; inaugurated – উদ্বোধন করা; infrastructure – অবকাঠামো; constructed – নির্মিত; project – প্রকল্প; implemented – বাস্তবায়িত; foreign aid – বৈদেশিক সাহায্য; length – দৈর্ঘ্য; width – প্রশস্ত; layers – স্তর; bottom – নীচে; cost – খরচ; significant – গুরুত্বপূর্ণ, তৎপর্যপূর্ণ ; contribution – অবদান; industrial development – শিল্প উন্নয়ন ; southern – দক্ষিণ; regional – আঞ্চলিক।
    Padma Bridge Paragraph The Padma Multipurpose Bridge is the longest bridge in Bangladesh. On June 25, 2022, Prime Minister Sheikh Hasina inaugurated the country’s largest infrastructure. The bridge constructed with concrete and steel. This dream Padma Bridge is the biggest project implemented by Bangladesh without any foreign aid. The length of the main bridge is 6.15 km and the width is 16.10 m. The bridge connecting Mawa in Munshiganj district to Jajira in Shariatpur district has two layers. It has a four-lane road at the top and a railway at the bottom. The Padma Bridge will be used for rail, gas, power lines and fiber optic cable expansion in the future. Built at a cost of over Tk 30,000 crore, the bridge is making a significant contribution to the social, economic and industrial development of the southern part of Bangladesh. The bridge is playing an important role not only in the country but also in the regional connectivity of Asia and Southeast Asia. পদ্মা বহুমুখী সেতু (বাংলা অনুবাদ) পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু। ২৫ জুন, ২০২২ এ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বৃহত্তম এ অবকাঠামো উদ্বোধন করেন। সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত। স্বপ্নের এই পদ্মা সেতু কোনো বৈদেশিক সাহায্য ছাড়াই বাংলাদেশের বাস্তবায়িত সবচেয়ে বড় প্রকল্প। মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১০.১০ মিটার। মুন্সীগঞ্জ জেলার মাওয়া থেকে শরীয়তপুর জেলার জাজিরা সংযোগকারী সেতুটির দুটি স্তর (তলা) রয়েছে। এর উপরের দিকে একটি চার লেনের রাস্তা এবং নীচে একটি রেলপথ রয়েছে। পদ্মা সেতু ভবিষ্যতে রেল, গ্যাস, পাওয়ার লাইন এবং ফাইবার অপটিক কেবল সম্প্রসারণে ব্যবহার করা হবে। ৩০,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত সেতুটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সেতুটি শুধু দেশেই নয়, এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গুরুত্বপূর্ণ শব্দগুলোর বাংলা অর্থ Multipurpose – বহুমুখী; longest – দীর্ঘতম; Prime Minister – প্রধানমন্ত্রী; inaugurated – উদ্বোধন করা; infrastructure – অবকাঠামো; constructed – নির্মিত; project – প্রকল্প; implemented – বাস্তবায়িত; foreign aid – বৈদেশিক সাহায্য; length – দৈর্ঘ্য; width – প্রশস্ত; layers – স্তর; bottom – নীচে; cost – খরচ; significant – গুরুত্বপূর্ণ, তৎপর্যপূর্ণ ; contribution – অবদান; industrial development – শিল্প উন্নয়ন ; southern – দক্ষিণ; regional – আঞ্চলিক।
    0 Comments 0 Shares 18226 Views
  • সরকারি চাকরিজীবীদের অতি প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস। নিজের ওয়ালে রেখে দিন কাজে লাগবে.....!
    Collected
    সরকারি চাকরিজীবীদের অতি প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস। নিজের ওয়ালে রেখে দিন কাজে লাগবে.....! Collected
    Love
    1
    0 Comments 0 Shares 10101 Views
  • আলহামদু‌লিল্লাহ, নতুন কা‌রিকুলাম অনুযায়ী মাই‌ক্রোসফট এ‌ক্সেল এ মূল্যায়নশীট প্রস্তুত। প্র‌য়োজ‌নে ড্রাইভ থে‌কে ডাউন‌লোড ক‌রে ন‌ি‌বেন।
    https://drive.google.com/drive/folders/1-2LtBSrRVPzgvDB_BYeW0xqUlVdvgwve
    Cradit: Matiur Rahman Sir
    আলহামদু‌লিল্লাহ, নতুন কা‌রিকুলাম অনুযায়ী মাই‌ক্রোসফট এ‌ক্সেল এ মূল্যায়নশীট প্রস্তুত। প্র‌য়োজ‌নে ড্রাইভ থে‌কে ডাউন‌লোড ক‌রে ন‌ি‌বেন। https://drive.google.com/drive/folders/1-2LtBSrRVPzgvDB_BYeW0xqUlVdvgwve Cradit: Matiur Rahman Sir
    Like
    1
    1 Comments 0 Shares 19461 Views
  • সুখবর!!!সুখবর!!!
    ফ্রিল্যান্সারদের জন্য ব্রাক ব্যাংক নিয়ে এসেছে Freelancer Matrix Account.

    * ডলার মার্কেটপ্লেস থেকে ব্যাংক একাউন্টে আসবে। (ফাইবারে পেওনার হয়ে ব্যাংকে আসবে)
    * ডলার রেট পাওয়া যাবে ন্যায্য ডলার রেটে (ব্যাংক নির্ধারিত প্রতিদিনের ডলার রেট অনুযায়ী)
    * এন্ডোর্সমেন্ট ছাড়ায় ইন্টারন্যাশনাল পেমেন্টে ডলার ব্যবহার করতে পারবেন। সুতরাং পাসপোর্ট ও এন্ডোর্সমেন্টের কোন প্রয়োজন পড়বে না।
    * ম্যাট্রিক্স কার্ড দিয়ে দেশ ও দেশের বাহিরে ডলার পেমেন্টের মাধ্যমে যে কোন কিছু আনলিমিটেড পারচেজ ও বুস্টিং করতে পারবেন।
    * থাকছে ব্যাংক রেট অনুযায়ী বাৎসরিক ইন্টারেস্ট সুবিধা।
    * আস্থা আ্যপ ব্যাবহার করে ঘরে বসেই পাচ্ছেন ২৪/৭ ব্যাংকিং সুবিধা।

    * অল্প কিছু ডকুমেন্ট দিয়েই সম্পূর্ণ ফ্রিতে একাউন্ট খোলা যাবে (কোনো টাকা-পয়সা লাগবে না) ও একাউন্ট মেইনটেইনং চার্জ আজীবনের জন্য ফ্রি এবং ডেবিট ম্যাট্রিক্স কার্ড প্রথম বছর ফ্রি।
    * এছাড়াও রয়েছে আারও অনেক সুযোগ সুবিধা।

    Freelancer Matrix Account-এর ব্যাপারে আগ্রহী হলে একাউন্ট ওপেন করতে অথবা আরো বিস্তারিত জানার জন্য ইনবক্স করেন অথবা নিচের নাম্বারে যোগাযোগ করেন। ধন্যবাদ।

    Eakub Ali
    Assistant Relationship Officer
    BRAC Bank Limited, Head Office
    Mobile: 01518348669
    সুখবর!!!সুখবর!!! ফ্রিল্যান্সারদের জন্য ব্রাক ব্যাংক নিয়ে এসেছে Freelancer Matrix Account. * ডলার মার্কেটপ্লেস থেকে ব্যাংক একাউন্টে আসবে। (ফাইবারে পেওনার হয়ে ব্যাংকে আসবে) * ডলার রেট পাওয়া যাবে ন্যায্য ডলার রেটে (ব্যাংক নির্ধারিত প্রতিদিনের ডলার রেট অনুযায়ী) * এন্ডোর্সমেন্ট ছাড়ায় ইন্টারন্যাশনাল পেমেন্টে ডলার ব্যবহার করতে পারবেন। সুতরাং পাসপোর্ট ও এন্ডোর্সমেন্টের কোন প্রয়োজন পড়বে না। * ম্যাট্রিক্স কার্ড দিয়ে দেশ ও দেশের বাহিরে ডলার পেমেন্টের মাধ্যমে যে কোন কিছু আনলিমিটেড পারচেজ ও বুস্টিং করতে পারবেন। * থাকছে ব্যাংক রেট অনুযায়ী বাৎসরিক ইন্টারেস্ট সুবিধা। * আস্থা আ্যপ ব্যাবহার করে ঘরে বসেই পাচ্ছেন ২৪/৭ ব্যাংকিং সুবিধা। * অল্প কিছু ডকুমেন্ট দিয়েই সম্পূর্ণ ফ্রিতে একাউন্ট খোলা যাবে (কোনো টাকা-পয়সা লাগবে না) ও একাউন্ট মেইনটেইনং চার্জ আজীবনের জন্য ফ্রি এবং ডেবিট ম্যাট্রিক্স কার্ড প্রথম বছর ফ্রি। * এছাড়াও রয়েছে আারও অনেক সুযোগ সুবিধা। Freelancer Matrix Account-এর ব্যাপারে আগ্রহী হলে একাউন্ট ওপেন করতে অথবা আরো বিস্তারিত জানার জন্য ইনবক্স করেন অথবা নিচের নাম্বারে যোগাযোগ করেন। ধন্যবাদ। Eakub Ali Assistant Relationship Officer BRAC Bank Limited, Head Office Mobile: 01518348669
    0 Comments 0 Shares 18462 Views
  • SYNTAX | বাক্যগঠন | Discussion | Bangla | Example | উদাহরণ সহ সম্পূর্ণ আলোচনা

    ================================================

    Syntax

    ================================================
    SYNTAX

    বাক্যগঠন



    বাক্য গঠনের ব্যাকরণগত কাঠামোটিই হল সিনট্যাক্স। শব্দ এবং বাক্যাংশ যে বিন্যাসে একটি বাক্য তৈরি করে তাকে সিনট্যাক্স বলে।

    সিনট্যাক্স মূলত কোন Sentence এর মধ্যে কোন শব্দটি অন্য শব্দের আগে বা পরে আসে তার সম্পর্কে; অন্য কথায়, এটি ব্যাকরণের বৃহত্তর বিষয়ের অংশ।



    একটি সম্পূর্ণ ভাবপ্রকাশক পদসমষ্টিকে Sentence বা বাক্য বলে। The sun rises in the east. He is a good boy. বাক্যের মধ্যে একটি নির্দিষ্ট নিয়মে এই পদসমূহ বিন্যস্ত হয়ে থাকে। এই বিন্যাসের নিয়মকেই Syntax বলে।



    একটি বাক্যে বা Sentence-এ অন্ততঃ একটি Nominative (কর্তা) এবং একটি Finite Verb(সমাপিকা ক্রিয়া) থাকবেই থাকবে।

    যথা :— He ran. এখানে He, Nominative এবং ran, Finite verb.



    Rule 1. সাধারণতঃ Sentence-এ Nominative-টি প্রথমে বসে। তারপরে তার verb বসে। Verb-টি যদি Transitive(সকর্মক) হয় তাহলে ঐ verb - এর পরে তার Object(কর্ম) বসে।

    যেমন :— He slept. He loves me.



    কিন্তু কিছু কিছু ক্ষেত্রে verb-এর পরে Nominative বসে। যেমন—



    (i) Sentence(বাক্য)-টি যখন Interrogative অর্থাৎ প্রশ্নবোধক হয়, তখন verb (ক্রিয়া) আগে বসে এবং nominative (কর্তা) পরে বসে।

    যথা— Will you do this ?



    কিন্তু Nominative-টি যদি Interrogative Pronoun (প্রশ্ন সূচক সর্বনাম) হয় তাহলে verb-এর পূর্বেই Nominative বসে।

    যেমন— Who is there?



    (ii) Sentence-টির অন্তর্গত verb-এর Imperative Mood বা অনুজ্ঞাসূচক ক্রিয়াভাব হলে Nominative-এর পূর্বে verb বসে।

    যেমন— Go and tell him this.



    (iii) Verb-টির যদি Subjunctive Mood বা সংযোজক ক্রিয়াভাব হয়, কিন্তু Sentence-এর গোড়ায় ‘if’ না থাকে তাহলে verb এর পরে Nominative বসবে।

    যেমন :- Had I been there.



    (iv) যখন Sentence টি There, Here প্রভৃতি দিয়ে শুরু হয় তখনও verb - এর পরে Nominative বসে।

    যেমন :- There is a man at the gate.



    (v) যখন ‘Neither’ বা ‘Nor’-এর অর্থ এবং ‘না’ (and not) হয় ও তাহা verb এর আগে থাকে তখনও verb এর পরে Nominative বসে।

    যেমন- Nor was I satisfied.



    (vi) Emphasis (জোর) বুঝাতে হলেও Verb-এর পরে Nominative বসে।

    যেমন— So furious was the man .



    Rule 2. Nominative-এর যে Number ও যে Person, তার verb -এরও সেই Number এবং সেই Person হবে।

    যেমন- He reads. We read.



    Rule 3. দুই বা ততোধিক Singular Nominative যদি And দ্বারা সংযুক্ত হয় এবং তাদের প্রত্যেকটির দ্বারা ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু বুঝায়, সেই জন্য তাহাদের Verb ও Pronoun-এর Plural number হবে। যেমন- Ram and Hari are good boys, for they obey their parents.



    ‘The Magistrate and the Collector are here' বললে বুঝতে হবে যে, দুইজন ব্যক্তি, একজন ম্যাজিষ্ট্রেট ও আর একজন কলেক্টর, এখানে আছেন।



    কিন্তু ‘The Magistrate and Collector is here' বললে বুঝতে হবে যে, Magistrate ও Collector একই ব্যক্তি। অর্থাৎ যিনি Magistrate তিনিই Collector.



    Rule 4. যদি কোন বাক্যে দুই বা ততোধিক Singular Nominative ‘Or’ কিংবা ‘Nor’ দ্বারা যুক্ত হয়, তা হলে সেই বাক্যে তাদের Verb-টি singular হবে।

    যেমন- Ram or Har is wrong.



    Note- Nominative গুলির ভিন্ন ভিন্ন Person হইলে Verb-এর ঠিক আগে যে Nominative থাকে, তারই Person অনুসারে Verb-এর Person হবে।

    যেমন- You or I am active.



    Rule 5. যদি Nominative-গুলির ভিন্ন ভিন্ন Number হয়, তাহা হইলে Verb- এর Plural number হবে, এবং Plural Nominative টি Verb - এর ঠিক আগে বসবে।

    যেমন— Neither property nor riches were injurious to him.



    Rule 6. Noun-এর যে Number, Gender ও Person হবে, সেই Noun- এর পরিবর্তে যে Pronoun বসবে, তারও সেই Number, Gender is Person হবে।


    যথা— Ram has lost his books. Every tree is known by its fruit. .


    Rule 7. ‘To be' Verb-এর পূর্বেও যে Case (কারক) থাকবে, পরেও সেই Case থাকবে।

    যথা— I am he; I took Hari to be him.



    Rule 8. Transitive Verb-এর পর Objective Case (কর্ম কারক) থাকবে।

    যথা— I love him. He loves me. He wishes to learn.



    Note— কিন্তু নিম্নলিখিত স্থানে Objective, Transitive verb এর আগে বসে :—

    (i) যখন Objective টি Relative বা আপেক্ষিক সর্বনাম কিংবা Interrogative Pronoun বা প্রশ্ন সূচক সর্বনাম হয়।

    যেমন— This is the book which I lost. Whom do you seek?



    (ii) Emphasis (জোর) বুঝাতে হলেও Objective, Verb-এর আগে বসে। যেমন— Money you shall have.



    Rule 9. দুই বা ততোধিক Noun কিংবা Pronoun Conjunction দ্বারা সংযুক্ত বা বিযুক্ত হলে তাহাদের Case একই হবে।

    যথা— He and I are happy. He or I am to blame.



    Rule 10. দুই বা ততোধিক Verb, Conjunction দ্বারা সংযুক্ত বা বিযুক্ত হলে তাহাদের Mood ও Tense একই হবে।

    যথা— He reads and writes well. Strike but hear me.



    Rule 11. কতকগুলি Adverb ও Conjunction ব্যবহার করিলে তাহাদের পরে বিশেষ বিশেষ Adverb বা Conjunction ব্যবহার করতে হয়।

    যেমন :—

    Either...or :— Either you or I must go there.

    Neither...nor :— Neither he nor I am in fault.

    Though...yet :— Though he is poor, yet he is honest.

    Whether...or :—Whether he will accept this or not, I cannot tell.

    As...as :— He is as good as you.

    As...so :— As is the tree, so is the fruit.

    So...as :— He is not so wise as his brother.

    So... that :— I am so weak that I cannot walk.

    Both...and :— He is both wise and honest.

    Not only...but also :— He is not only rich but also honest.

    No sooner...than :— No sooner did he come, than all the boys fled.

    Scarcely before :— He had scarcely gone there when he was greeted by all.

    Hardly when :— He had hardly gone there before he was greeted by all.




    Rule 12. কতকগুলি word ও phrase-এর পর বিশেষ বিশেষ Preposition বসে|


    যেমন— He is accused of theft. I am angry with you.
    SYNTAX | বাক্যগঠন | Discussion | Bangla | Example | উদাহরণ সহ সম্পূর্ণ আলোচনা ================================================ Syntax ================================================ SYNTAX বাক্যগঠন বাক্য গঠনের ব্যাকরণগত কাঠামোটিই হল সিনট্যাক্স। শব্দ এবং বাক্যাংশ যে বিন্যাসে একটি বাক্য তৈরি করে তাকে সিনট্যাক্স বলে। সিনট্যাক্স মূলত কোন Sentence এর মধ্যে কোন শব্দটি অন্য শব্দের আগে বা পরে আসে তার সম্পর্কে; অন্য কথায়, এটি ব্যাকরণের বৃহত্তর বিষয়ের অংশ। একটি সম্পূর্ণ ভাবপ্রকাশক পদসমষ্টিকে Sentence বা বাক্য বলে। The sun rises in the east. He is a good boy. বাক্যের মধ্যে একটি নির্দিষ্ট নিয়মে এই পদসমূহ বিন্যস্ত হয়ে থাকে। এই বিন্যাসের নিয়মকেই Syntax বলে। একটি বাক্যে বা Sentence-এ অন্ততঃ একটি Nominative (কর্তা) এবং একটি Finite Verb(সমাপিকা ক্রিয়া) থাকবেই থাকবে। যথা :— He ran. এখানে He, Nominative এবং ran, Finite verb. Rule 1. সাধারণতঃ Sentence-এ Nominative-টি প্রথমে বসে। তারপরে তার verb বসে। Verb-টি যদি Transitive(সকর্মক) হয় তাহলে ঐ verb - এর পরে তার Object(কর্ম) বসে। যেমন :— He slept. He loves me. কিন্তু কিছু কিছু ক্ষেত্রে verb-এর পরে Nominative বসে। যেমন— (i) Sentence(বাক্য)-টি যখন Interrogative অর্থাৎ প্রশ্নবোধক হয়, তখন verb (ক্রিয়া) আগে বসে এবং nominative (কর্তা) পরে বসে। যথা— Will you do this ? কিন্তু Nominative-টি যদি Interrogative Pronoun (প্রশ্ন সূচক সর্বনাম) হয় তাহলে verb-এর পূর্বেই Nominative বসে। যেমন— Who is there? (ii) Sentence-টির অন্তর্গত verb-এর Imperative Mood বা অনুজ্ঞাসূচক ক্রিয়াভাব হলে Nominative-এর পূর্বে verb বসে। যেমন— Go and tell him this. (iii) Verb-টির যদি Subjunctive Mood বা সংযোজক ক্রিয়াভাব হয়, কিন্তু Sentence-এর গোড়ায় ‘if’ না থাকে তাহলে verb এর পরে Nominative বসবে। যেমন :- Had I been there. (iv) যখন Sentence টি There, Here প্রভৃতি দিয়ে শুরু হয় তখনও verb - এর পরে Nominative বসে। যেমন :- There is a man at the gate. (v) যখন ‘Neither’ বা ‘Nor’-এর অর্থ এবং ‘না’ (and not) হয় ও তাহা verb এর আগে থাকে তখনও verb এর পরে Nominative বসে। যেমন- Nor was I satisfied. (vi) Emphasis (জোর) বুঝাতে হলেও Verb-এর পরে Nominative বসে। যেমন— So furious was the man . Rule 2. Nominative-এর যে Number ও যে Person, তার verb -এরও সেই Number এবং সেই Person হবে। যেমন- He reads. We read. Rule 3. দুই বা ততোধিক Singular Nominative যদি And দ্বারা সংযুক্ত হয় এবং তাদের প্রত্যেকটির দ্বারা ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু বুঝায়, সেই জন্য তাহাদের Verb ও Pronoun-এর Plural number হবে। যেমন- Ram and Hari are good boys, for they obey their parents. ‘The Magistrate and the Collector are here' বললে বুঝতে হবে যে, দুইজন ব্যক্তি, একজন ম্যাজিষ্ট্রেট ও আর একজন কলেক্টর, এখানে আছেন। কিন্তু ‘The Magistrate and Collector is here' বললে বুঝতে হবে যে, Magistrate ও Collector একই ব্যক্তি। অর্থাৎ যিনি Magistrate তিনিই Collector. Rule 4. যদি কোন বাক্যে দুই বা ততোধিক Singular Nominative ‘Or’ কিংবা ‘Nor’ দ্বারা যুক্ত হয়, তা হলে সেই বাক্যে তাদের Verb-টি singular হবে। যেমন- Ram or Har is wrong. Note- Nominative গুলির ভিন্ন ভিন্ন Person হইলে Verb-এর ঠিক আগে যে Nominative থাকে, তারই Person অনুসারে Verb-এর Person হবে। যেমন- You or I am active. Rule 5. যদি Nominative-গুলির ভিন্ন ভিন্ন Number হয়, তাহা হইলে Verb- এর Plural number হবে, এবং Plural Nominative টি Verb - এর ঠিক আগে বসবে। যেমন— Neither property nor riches were injurious to him. Rule 6. Noun-এর যে Number, Gender ও Person হবে, সেই Noun- এর পরিবর্তে যে Pronoun বসবে, তারও সেই Number, Gender is Person হবে। যথা— Ram has lost his books. Every tree is known by its fruit. . Rule 7. ‘To be' Verb-এর পূর্বেও যে Case (কারক) থাকবে, পরেও সেই Case থাকবে। যথা— I am he; I took Hari to be him. Rule 8. Transitive Verb-এর পর Objective Case (কর্ম কারক) থাকবে। যথা— I love him. He loves me. He wishes to learn. Note— কিন্তু নিম্নলিখিত স্থানে Objective, Transitive verb এর আগে বসে :— (i) যখন Objective টি Relative বা আপেক্ষিক সর্বনাম কিংবা Interrogative Pronoun বা প্রশ্ন সূচক সর্বনাম হয়। যেমন— This is the book which I lost. Whom do you seek? (ii) Emphasis (জোর) বুঝাতে হলেও Objective, Verb-এর আগে বসে। যেমন— Money you shall have. Rule 9. দুই বা ততোধিক Noun কিংবা Pronoun Conjunction দ্বারা সংযুক্ত বা বিযুক্ত হলে তাহাদের Case একই হবে। যথা— He and I are happy. He or I am to blame. Rule 10. দুই বা ততোধিক Verb, Conjunction দ্বারা সংযুক্ত বা বিযুক্ত হলে তাহাদের Mood ও Tense একই হবে। যথা— He reads and writes well. Strike but hear me. Rule 11. কতকগুলি Adverb ও Conjunction ব্যবহার করিলে তাহাদের পরে বিশেষ বিশেষ Adverb বা Conjunction ব্যবহার করতে হয়। যেমন :— Either...or :— Either you or I must go there. Neither...nor :— Neither he nor I am in fault. Though...yet :— Though he is poor, yet he is honest. Whether...or :—Whether he will accept this or not, I cannot tell. As...as :— He is as good as you. As...so :— As is the tree, so is the fruit. So...as :— He is not so wise as his brother. So... that :— I am so weak that I cannot walk. Both...and :— He is both wise and honest. Not only...but also :— He is not only rich but also honest. No sooner...than :— No sooner did he come, than all the boys fled. Scarcely before :— He had scarcely gone there when he was greeted by all. Hardly when :— He had hardly gone there before he was greeted by all. Rule 12. কতকগুলি word ও phrase-এর পর বিশেষ বিশেষ Preposition বসে| যেমন— He is accused of theft. I am angry with you.
    0 Comments 0 Shares 22068 Views
  • Time Management Tips:-
    1. সারাদিনের plan লিখে রাখতে হবে (প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয়।যেনো বুজতে পারো কি পরিমান সময় তুমি নষ্ট করছো)
    2. তোমার স্বপ্ন গুলো খাতায় লিখে রাখ।
    3. রাতে ঘুমাতে গেলে যেনো মনে হয় যে আজ আমি আমার সেরাটা দিতে পেরেছি।
    4. যে কাজটা করাটা খুব সহয, সেই কাজটা না করাটাও খুব সহজ আর তাই ছোট ছোট কাজ গুলোকেও আগ্রহের সাথে দেখে discipline এর সাথে করতে হবে (হাজার হাজার কি.মি পথ চলাটাও শুরু হয় কিন্তু ছোট পদক্ষেপ থেকে)
    5. কাজের Timeline/Deadline বেধে দেওয়া (স্বপ্নটাকে কতদিনের মধ্যে অর্জন করতে চাও)
    6. যেটা ঘটে গেছে তা change করা যাবে না কিন্তু যেটা আছে সেটা ঠিক ঠাক মতো করতে পারলে পরেরটা ভালো হবে।
    7. সফল আর ব্যর্থ উভয়েই 24 ঘন্টা করেই সময় পায় কিন্তু তুমি কোনটা হবে তা depend করে কিভাবে তোমার সময়কে তুমি কাজে লাগিয়েছ তার উপর।
    Time Management Tips:- 1. সারাদিনের plan লিখে রাখতে হবে (প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয়।যেনো বুজতে পারো কি পরিমান সময় তুমি নষ্ট করছো) 2. তোমার স্বপ্ন গুলো খাতায় লিখে রাখ। 3. রাতে ঘুমাতে গেলে যেনো মনে হয় যে আজ আমি আমার সেরাটা দিতে পেরেছি। 4. যে কাজটা করাটা খুব সহয, সেই কাজটা না করাটাও খুব সহজ আর তাই ছোট ছোট কাজ গুলোকেও আগ্রহের সাথে দেখে discipline এর সাথে করতে হবে (হাজার হাজার কি.মি পথ চলাটাও শুরু হয় কিন্তু ছোট পদক্ষেপ থেকে) 5. কাজের Timeline/Deadline বেধে দেওয়া (স্বপ্নটাকে কতদিনের মধ্যে অর্জন করতে চাও) 6. যেটা ঘটে গেছে তা change করা যাবে না কিন্তু যেটা আছে সেটা ঠিক ঠাক মতো করতে পারলে পরেরটা ভালো হবে। 7. সফল আর ব্যর্থ উভয়েই 24 ঘন্টা করেই সময় পায় কিন্তু তুমি কোনটা হবে তা depend করে কিভাবে তোমার সময়কে তুমি কাজে লাগিয়েছ তার উপর।
    0 Comments 0 Shares 23230 Views
  • কম্পিউটারের সেরা নোট।
    সংগ্রহে রাখতে পারেন।
    কম্পিউটারের সেরা নোট। সংগ্রহে রাখতে পারেন।
    0 Comments 0 Shares 14561 Views
  • #নতুনকারিকুলাম

    #যোগ্যতা পরিমাপ করবে শিক্ষক।
    #অভিজ্ঞতা অর্জন করবে শিক্ষার্থী।
    #জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থী অর্জন করবে যোগ্যতা।
    #শিখন হবে অভিজ্ঞতায়;
    #মূল্যায়ন হবে যোগ্যতায়।
    #প্রতিযোগিতায় নয় শিখন হবে সহযোগিতায়।
    #পরিবর্তনশীল প্রেক্ষাপটে অভিযোজনের জন্য জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অর্জিত হবে সক্ষমতা।
    #হাতে-কলমে শিখন অভিজ্ঞতা অর্জন করবে।
    #জীবনভিত্তিক শিখন দক্ষতা অর্জন করতে -সূক্ষ্ণচিন্তন, সৃজনশীল চিন্তন ও সমস্যা সমাধানের জন্য করতে পারবে যোগাযোগের কৌশল, নিতে পারবে সিদ্ধান্ত।
    #আত্মবিশ্বাস, পরমতসহিষ্ণুতা, শুদ্ধাচার, সংহতি, সম্প্রীতি, শ্রদ্ধা, ভালো কাজ,সত্যবাদিতা, পারস্পরিক সহযোগিতা ও পজিটিভ ভাবনার সুযোগ থাকছে কারিকুলামে।
    #প্রজেক্ট এবং সমস্যাভিত্তিক শিখন, অনুসন্ধানভিত্তিক শিখন, হাতে কলমে কাজ করার ও স্ব-প্রণোদিত শিখনের সংমিশ্রণ থাকছে নতুন কারিকুলামে।
    #শিক্ষক সহায়তাকারী এবং শিক্ষার্থী হবে সক্রিয় অংশগ্রহণকারী।
    পরিবর্তন, প্রস্তুতি, মানসিকতা, মেনে নেওয়া আর মানিয়ে নিলেই কারিকুলাম বাস্তবায়ন সম্ভব।
    আমরা যদি সক্রিয় হই তবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
    ২০৩০ সালে ক্ষুধা ও দরিদ্রতা মুক্ত বাংলাদেশ এবং
    ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।ইনশাআল্লাহ।

    রিজিয়া পারভীন
    সহকারী শিক্ষক (বাংলা)
    কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
    কাপাসিয়া, গাজীপুর।
    #নতুনকারিকুলাম #যোগ্যতা পরিমাপ করবে শিক্ষক। #অভিজ্ঞতা অর্জন করবে শিক্ষার্থী। #জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থী অর্জন করবে যোগ্যতা। #শিখন হবে অভিজ্ঞতায়; #মূল্যায়ন হবে যোগ্যতায়। #প্রতিযোগিতায় নয় শিখন হবে সহযোগিতায়। #পরিবর্তনশীল প্রেক্ষাপটে অভিযোজনের জন্য জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অর্জিত হবে সক্ষমতা। #হাতে-কলমে শিখন অভিজ্ঞতা অর্জন করবে। #জীবনভিত্তিক শিখন দক্ষতা অর্জন করতে -সূক্ষ্ণচিন্তন, সৃজনশীল চিন্তন ও সমস্যা সমাধানের জন্য করতে পারবে যোগাযোগের কৌশল, নিতে পারবে সিদ্ধান্ত। #আত্মবিশ্বাস, পরমতসহিষ্ণুতা, শুদ্ধাচার, সংহতি, সম্প্রীতি, শ্রদ্ধা, ভালো কাজ,সত্যবাদিতা, পারস্পরিক সহযোগিতা ও পজিটিভ ভাবনার সুযোগ থাকছে কারিকুলামে। #প্রজেক্ট এবং সমস্যাভিত্তিক শিখন, অনুসন্ধানভিত্তিক শিখন, হাতে কলমে কাজ করার ও স্ব-প্রণোদিত শিখনের সংমিশ্রণ থাকছে নতুন কারিকুলামে। #শিক্ষক সহায়তাকারী এবং শিক্ষার্থী হবে সক্রিয় অংশগ্রহণকারী। পরিবর্তন, প্রস্তুতি, মানসিকতা, মেনে নেওয়া আর মানিয়ে নিলেই কারিকুলাম বাস্তবায়ন সম্ভব। আমরা যদি সক্রিয় হই তবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। ২০৩০ সালে ক্ষুধা ও দরিদ্রতা মুক্ত বাংলাদেশ এবং ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।ইনশাআল্লাহ। রিজিয়া পারভীন সহকারী শিক্ষক (বাংলা) কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কাপাসিয়া, গাজীপুর।
    0 Comments 0 Shares 48466 Views
  • প্রশ্ন:বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি-

    উত্তর:মাইকেল মধূসুদন দত্ত।

    প্রশ্ন:ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা-

    উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর।

    প্রশ্ন:রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা যে ছন্দে রচিত-

    উত্তর:মাত্রাবৃত্ত।

    প্রশ্ন:বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয়-

    উত্তর:বিহারিলাল চক্রবর্তীকে।

    প্রশ্ন:শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প-

    উত্তর:মন্দির।

    প্রশ্ন:ইঁদুর ছোট গল্পটির রচয়িতা-

    উত্তর:সোমেন চন্দ।

    প্রশ্ন:অক্টোপাস উপন্যাসের রচয়িতা-

    উত্তর:শামসুর রাহমান।

    প্রশ্ন:আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, গানটির প্রথম সুরকার-

    উত্তর:আবদুল লতিফ।

    প্রশ্ন:বিভূতিভূষণ রচিত প্রথম উপন্যাস পথের পাঁচালী প্রকাশিত হয়-

    উত্তর:১৯২৯ সালে।

    প্রশ্ন:রক্তাক্ত প্রান্তর নাটকটির পটভূমি-

    উত্তর:পানিপথের তৃতীয় যুদ্ধ।

    প্রশ্ন:নিরালোকের দিব্যরথ কাব্যগ্রন্থটির রচয়িতা-

    উত্তর:শামসুর রাহমান।

    প্রশ্ন:বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে- উদ্ৃব্দতির রচয়িতা-

    উত্তর:সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।

    প্রশ্ন:মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন-

    উত্তর:২৫ জানুয়ারি ১৮২৪।

    প্রশ্ন:সংশপ্তক উপন্যাস রচনা করেন-

    উত্তর:শহীদুল্লা কায়সার।

    প্রশ্ন:আঠারো বছর বয়স কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে-

    উত্তর:ছাড়পত্র।

    প্রশ্ন:আলাওলের তোহফা যে ধরনের কাব্য-

    উত্তর:নীতিকাব্য।

    প্রশ্ন:বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার প্রাচীনতম ধারা- উত্তর :মনসামঙ্গল।

    প্রশ্ন:মধ্যযুগের শেষ কবি-

    উত্তর:ভারতচন্দ্র রায়গুণাকর।

    প্রশ্ন:বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ-

    উত্তর:কৃপার শাস্ত্রের অর্থভেদ।

    প্রশ্ন:শিখা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-

    উত্তর:আবুল হুসেন।

    প্রশ্ন:ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-

    উত্তর :১৮০১ সালে।

    সূত্র :বাংলা উইকিপিডিয়া
    প্রশ্ন:বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি- উত্তর:মাইকেল মধূসুদন দত্ত। প্রশ্ন:ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা- উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন:রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা যে ছন্দে রচিত- উত্তর:মাত্রাবৃত্ত। প্রশ্ন:বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয়- উত্তর:বিহারিলাল চক্রবর্তীকে। প্রশ্ন:শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প- উত্তর:মন্দির। প্রশ্ন:ইঁদুর ছোট গল্পটির রচয়িতা- উত্তর:সোমেন চন্দ। প্রশ্ন:অক্টোপাস উপন্যাসের রচয়িতা- উত্তর:শামসুর রাহমান। প্রশ্ন:আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, গানটির প্রথম সুরকার- উত্তর:আবদুল লতিফ। প্রশ্ন:বিভূতিভূষণ রচিত প্রথম উপন্যাস পথের পাঁচালী প্রকাশিত হয়- উত্তর:১৯২৯ সালে। প্রশ্ন:রক্তাক্ত প্রান্তর নাটকটির পটভূমি- উত্তর:পানিপথের তৃতীয় যুদ্ধ। প্রশ্ন:নিরালোকের দিব্যরথ কাব্যগ্রন্থটির রচয়িতা- উত্তর:শামসুর রাহমান। প্রশ্ন:বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে- উদ্ৃব্দতির রচয়িতা- উত্তর:সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন:মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন- উত্তর:২৫ জানুয়ারি ১৮২৪। প্রশ্ন:সংশপ্তক উপন্যাস রচনা করেন- উত্তর:শহীদুল্লা কায়সার। প্রশ্ন:আঠারো বছর বয়স কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে- উত্তর:ছাড়পত্র। প্রশ্ন:আলাওলের তোহফা যে ধরনের কাব্য- উত্তর:নীতিকাব্য। প্রশ্ন:বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার প্রাচীনতম ধারা- উত্তর :মনসামঙ্গল। প্রশ্ন:মধ্যযুগের শেষ কবি- উত্তর:ভারতচন্দ্র রায়গুণাকর। প্রশ্ন:বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ- উত্তর:কৃপার শাস্ত্রের অর্থভেদ। প্রশ্ন:শিখা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন- উত্তর:আবুল হুসেন। প্রশ্ন:ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়- উত্তর :১৮০১ সালে। সূত্র :বাংলা উইকিপিডিয়া
    0 Comments 0 Shares 35842 Views
  • খালি লিখবেন কি লাগবে আর ডিজাইন / পেইন্টিং হাজির হয়ে যাবে এমন দুইটি টুলস Dall E2 , Mid journey
    খালি লিখবেন কি লাগবে আর ডিজাইন / পেইন্টিং হাজির হয়ে যাবে এমন দুইটি টুলস Dall E2 , Mid journey
    0 Comments 0 Shares 28761 Views
More Results