• আলহামদু‌লিল্লাহ, নতুন কা‌রিকুলাম অনুযায়ী মাই‌ক্রোসফট এ‌ক্সেল এ মূল্যায়নশীট প্রস্তুত। প্র‌য়োজ‌নে ড্রাইভ থে‌কে ডাউন‌লোড ক‌রে ন‌ি‌বেন।
    https://drive.google.com/drive/folders/1-2LtBSrRVPzgvDB_BYeW0xqUlVdvgwve
    Cradit: Matiur Rahman Sir
    আলহামদু‌লিল্লাহ, নতুন কা‌রিকুলাম অনুযায়ী মাই‌ক্রোসফট এ‌ক্সেল এ মূল্যায়নশীট প্রস্তুত। প্র‌য়োজ‌নে ড্রাইভ থে‌কে ডাউন‌লোড ক‌রে ন‌ি‌বেন। https://drive.google.com/drive/folders/1-2LtBSrRVPzgvDB_BYeW0xqUlVdvgwve Cradit: Matiur Rahman Sir
    Like
    1
    1 Comments 0 Shares 19825 Views
  • #নতুনকারিকুলাম

    #যোগ্যতা পরিমাপ করবে শিক্ষক।
    #অভিজ্ঞতা অর্জন করবে শিক্ষার্থী।
    #জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থী অর্জন করবে যোগ্যতা।
    #শিখন হবে অভিজ্ঞতায়;
    #মূল্যায়ন হবে যোগ্যতায়।
    #প্রতিযোগিতায় নয় শিখন হবে সহযোগিতায়।
    #পরিবর্তনশীল প্রেক্ষাপটে অভিযোজনের জন্য জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অর্জিত হবে সক্ষমতা।
    #হাতে-কলমে শিখন অভিজ্ঞতা অর্জন করবে।
    #জীবনভিত্তিক শিখন দক্ষতা অর্জন করতে -সূক্ষ্ণচিন্তন, সৃজনশীল চিন্তন ও সমস্যা সমাধানের জন্য করতে পারবে যোগাযোগের কৌশল, নিতে পারবে সিদ্ধান্ত।
    #আত্মবিশ্বাস, পরমতসহিষ্ণুতা, শুদ্ধাচার, সংহতি, সম্প্রীতি, শ্রদ্ধা, ভালো কাজ,সত্যবাদিতা, পারস্পরিক সহযোগিতা ও পজিটিভ ভাবনার সুযোগ থাকছে কারিকুলামে।
    #প্রজেক্ট এবং সমস্যাভিত্তিক শিখন, অনুসন্ধানভিত্তিক শিখন, হাতে কলমে কাজ করার ও স্ব-প্রণোদিত শিখনের সংমিশ্রণ থাকছে নতুন কারিকুলামে।
    #শিক্ষক সহায়তাকারী এবং শিক্ষার্থী হবে সক্রিয় অংশগ্রহণকারী।
    পরিবর্তন, প্রস্তুতি, মানসিকতা, মেনে নেওয়া আর মানিয়ে নিলেই কারিকুলাম বাস্তবায়ন সম্ভব।
    আমরা যদি সক্রিয় হই তবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
    ২০৩০ সালে ক্ষুধা ও দরিদ্রতা মুক্ত বাংলাদেশ এবং
    ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।ইনশাআল্লাহ।

    রিজিয়া পারভীন
    সহকারী শিক্ষক (বাংলা)
    কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
    কাপাসিয়া, গাজীপুর।
    #নতুনকারিকুলাম #যোগ্যতা পরিমাপ করবে শিক্ষক। #অভিজ্ঞতা অর্জন করবে শিক্ষার্থী। #জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থী অর্জন করবে যোগ্যতা। #শিখন হবে অভিজ্ঞতায়; #মূল্যায়ন হবে যোগ্যতায়। #প্রতিযোগিতায় নয় শিখন হবে সহযোগিতায়। #পরিবর্তনশীল প্রেক্ষাপটে অভিযোজনের জন্য জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অর্জিত হবে সক্ষমতা। #হাতে-কলমে শিখন অভিজ্ঞতা অর্জন করবে। #জীবনভিত্তিক শিখন দক্ষতা অর্জন করতে -সূক্ষ্ণচিন্তন, সৃজনশীল চিন্তন ও সমস্যা সমাধানের জন্য করতে পারবে যোগাযোগের কৌশল, নিতে পারবে সিদ্ধান্ত। #আত্মবিশ্বাস, পরমতসহিষ্ণুতা, শুদ্ধাচার, সংহতি, সম্প্রীতি, শ্রদ্ধা, ভালো কাজ,সত্যবাদিতা, পারস্পরিক সহযোগিতা ও পজিটিভ ভাবনার সুযোগ থাকছে কারিকুলামে। #প্রজেক্ট এবং সমস্যাভিত্তিক শিখন, অনুসন্ধানভিত্তিক শিখন, হাতে কলমে কাজ করার ও স্ব-প্রণোদিত শিখনের সংমিশ্রণ থাকছে নতুন কারিকুলামে। #শিক্ষক সহায়তাকারী এবং শিক্ষার্থী হবে সক্রিয় অংশগ্রহণকারী। পরিবর্তন, প্রস্তুতি, মানসিকতা, মেনে নেওয়া আর মানিয়ে নিলেই কারিকুলাম বাস্তবায়ন সম্ভব। আমরা যদি সক্রিয় হই তবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। ২০৩০ সালে ক্ষুধা ও দরিদ্রতা মুক্ত বাংলাদেশ এবং ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।ইনশাআল্লাহ। রিজিয়া পারভীন সহকারী শিক্ষক (বাংলা) কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কাপাসিয়া, গাজীপুর।
    0 Comments 0 Shares 48872 Views
  • প্রশ্ন:বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি-

    উত্তর:মাইকেল মধূসুদন দত্ত।

    প্রশ্ন:ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা-

    উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর।

    প্রশ্ন:রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা যে ছন্দে রচিত-

    উত্তর:মাত্রাবৃত্ত।

    প্রশ্ন:বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয়-

    উত্তর:বিহারিলাল চক্রবর্তীকে।

    প্রশ্ন:শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প-

    উত্তর:মন্দির।

    প্রশ্ন:ইঁদুর ছোট গল্পটির রচয়িতা-

    উত্তর:সোমেন চন্দ।

    প্রশ্ন:অক্টোপাস উপন্যাসের রচয়িতা-

    উত্তর:শামসুর রাহমান।

    প্রশ্ন:আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, গানটির প্রথম সুরকার-

    উত্তর:আবদুল লতিফ।

    প্রশ্ন:বিভূতিভূষণ রচিত প্রথম উপন্যাস পথের পাঁচালী প্রকাশিত হয়-

    উত্তর:১৯২৯ সালে।

    প্রশ্ন:রক্তাক্ত প্রান্তর নাটকটির পটভূমি-

    উত্তর:পানিপথের তৃতীয় যুদ্ধ।

    প্রশ্ন:নিরালোকের দিব্যরথ কাব্যগ্রন্থটির রচয়িতা-

    উত্তর:শামসুর রাহমান।

    প্রশ্ন:বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে- উদ্ৃব্দতির রচয়িতা-

    উত্তর:সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।

    প্রশ্ন:মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন-

    উত্তর:২৫ জানুয়ারি ১৮২৪।

    প্রশ্ন:সংশপ্তক উপন্যাস রচনা করেন-

    উত্তর:শহীদুল্লা কায়সার।

    প্রশ্ন:আঠারো বছর বয়স কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে-

    উত্তর:ছাড়পত্র।

    প্রশ্ন:আলাওলের তোহফা যে ধরনের কাব্য-

    উত্তর:নীতিকাব্য।

    প্রশ্ন:বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার প্রাচীনতম ধারা- উত্তর :মনসামঙ্গল।

    প্রশ্ন:মধ্যযুগের শেষ কবি-

    উত্তর:ভারতচন্দ্র রায়গুণাকর।

    প্রশ্ন:বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ-

    উত্তর:কৃপার শাস্ত্রের অর্থভেদ।

    প্রশ্ন:শিখা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-

    উত্তর:আবুল হুসেন।

    প্রশ্ন:ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-

    উত্তর :১৮০১ সালে।

    সূত্র :বাংলা উইকিপিডিয়া
    প্রশ্ন:বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি- উত্তর:মাইকেল মধূসুদন দত্ত। প্রশ্ন:ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা- উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন:রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা যে ছন্দে রচিত- উত্তর:মাত্রাবৃত্ত। প্রশ্ন:বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয়- উত্তর:বিহারিলাল চক্রবর্তীকে। প্রশ্ন:শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প- উত্তর:মন্দির। প্রশ্ন:ইঁদুর ছোট গল্পটির রচয়িতা- উত্তর:সোমেন চন্দ। প্রশ্ন:অক্টোপাস উপন্যাসের রচয়িতা- উত্তর:শামসুর রাহমান। প্রশ্ন:আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, গানটির প্রথম সুরকার- উত্তর:আবদুল লতিফ। প্রশ্ন:বিভূতিভূষণ রচিত প্রথম উপন্যাস পথের পাঁচালী প্রকাশিত হয়- উত্তর:১৯২৯ সালে। প্রশ্ন:রক্তাক্ত প্রান্তর নাটকটির পটভূমি- উত্তর:পানিপথের তৃতীয় যুদ্ধ। প্রশ্ন:নিরালোকের দিব্যরথ কাব্যগ্রন্থটির রচয়িতা- উত্তর:শামসুর রাহমান। প্রশ্ন:বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে- উদ্ৃব্দতির রচয়িতা- উত্তর:সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন:মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন- উত্তর:২৫ জানুয়ারি ১৮২৪। প্রশ্ন:সংশপ্তক উপন্যাস রচনা করেন- উত্তর:শহীদুল্লা কায়সার। প্রশ্ন:আঠারো বছর বয়স কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে- উত্তর:ছাড়পত্র। প্রশ্ন:আলাওলের তোহফা যে ধরনের কাব্য- উত্তর:নীতিকাব্য। প্রশ্ন:বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার প্রাচীনতম ধারা- উত্তর :মনসামঙ্গল। প্রশ্ন:মধ্যযুগের শেষ কবি- উত্তর:ভারতচন্দ্র রায়গুণাকর। প্রশ্ন:বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ- উত্তর:কৃপার শাস্ত্রের অর্থভেদ। প্রশ্ন:শিখা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন- উত্তর:আবুল হুসেন। প্রশ্ন:ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়- উত্তর :১৮০১ সালে। সূত্র :বাংলা উইকিপিডিয়া
    0 Comments 0 Shares 36195 Views
  • মাঝে মাঝে নতুন কিছু নতুন কিছু প্লেস নতুন কিছু জায়গায়, নতুন কিছু বন্ধুদের সাথে পরিচয় হয়, সেখানে নিজেকে মানিয়ে নিতে হয়, আবার জীবনের কিছু সুন্দর মুহূর্ত ও হয়ে থাকে, সেখানে হাঁসি খুশি আর Happy থাকা টা খুবি দরকার, এবং ভালো, আসলেই আজকে আমি অনেক অনেক অনেক খুশি LOVE EVERYONE #antorunofficial #antor @friends #friends
    মাঝে মাঝে নতুন কিছু নতুন কিছু প্লেস নতুন কিছু জায়গায়, নতুন কিছু বন্ধুদের সাথে পরিচয় হয়, সেখানে নিজেকে মানিয়ে নিতে হয়, আবার জীবনের কিছু সুন্দর মুহূর্ত ও হয়ে থাকে, সেখানে হাঁসি খুশি আর Happy থাকা টা খুবি দরকার, এবং ভালো, আসলেই আজকে আমি অনেক অনেক অনেক খুশি 🙂 LOVE EVERYONE ❤️🥰🥰🙂 #antorunofficial #antor @friends #friends
    0 Comments 0 Shares 18323 Views
  • এসকল সুপ্ত চিন্তাধারা আমাদের প্রিয় আশরাফুল ইসলাম স্যারের । স্যারের জন্য রইল শুভকামনা।
    শিক্ষা সেক্টরের সকল অংশীজনকে
    একত্রে মিলানোর জন্য একসূত্রে গাতার জন্য
    এক অভিনব নতুন পদ্ধতি। যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং সুধীজন সকলের চিন্তন একত্রিত প্রকাশ পাবে। আশাকরি এই উদ্যোগটি সফল এবং সার্থক হবে
    এসকল সুপ্ত চিন্তাধারা আমাদের প্রিয় আশরাফুল ইসলাম স্যারের । স্যারের জন্য রইল শুভকামনা। শিক্ষা সেক্টরের সকল অংশীজনকে একত্রে মিলানোর জন্য একসূত্রে গাতার জন্য এক অভিনব নতুন পদ্ধতি। যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং সুধীজন সকলের চিন্তন একত্রিত প্রকাশ পাবে। আশাকরি এই উদ্যোগটি সফল এবং সার্থক হবে
    Like
    1
    0 Comments 0 Shares 10036 Views